জেলা প্রতিনিধি:
গত শনিবার (২৭ মে ২০২৩ ইং) রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং মেরিন সিটির উদ্যোগে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর সি আর বি মাঠে অনুষ্ঠিত হয় বই বিনিময় উৎসব-২০২৩। বিভিন্ন শিক্ষার্থী এবং বই প্রেমীদের অংশগ্রহণে এতে বিনিময় হয়েছে শতাধিক বই।
ক্লাব এডভাইজার রোটার্যাক্টর আনিসুল ইসলাম রিয়াদ ও সভাপতি রোটার্যাক্টর শারমিন আক্তার ইমুর নেতৃত্বে বই বিনিময় উৎসবটি পরিচালনা করেছেন রোটার্যাক্টর মেহেরুন নেসা আলিফ। রোটার্যাক্ট অঙ্গনে প্রথম বারের মত বই বিনিময় উৎসব আয়োজন করা হয়েছে।
সভাপতি শারমিন আক্তার ইমু বলেন “ইনশাআল্লাহ, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং মেরিন সিটির উদ্যোগে প্রতিবছর এই বই বিনিময় উৎসব আয়োজন করা হবে এবং পরবর্তীতে আরো বড় পরিসরে আমরা এই বই বিনিময় উৎসব আয়োজন করবো”
পড়া হয়ে গেছে, এমন বইটি জমা দিয়ে নেয়া যাবে অন্য কোনো বই । টাকা ছাড়াই পুরানো বইয়ের বিনিময়ে মিলবে গল্প, উপন্যাস কিংবা একাডেমিক বই। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়াতে এবং আর্থিক সমস্যার কারণে যেসব শিক্ষার্থী বই সংগ্রহ করতে পারছেনা তাদেরকে প্রধান্য দিয়ে সার্বজনীনভাবে এ বই বিনিময় উৎসবের আয়োজন করা হয়েছে।
তরুণ লেখক এবং ক্লাব এডভাইজার আনিসুল ইসলাম রিয়াদ বলেন, বই বিনিময় উৎসব শিক্ষার্থীদের জন্য খুবই ইতিবাচক বিষয় এবং সমাজ ও দেশ গঠনে বই পাঠের বিকল্প নেই । এই উৎসবের মাধ্যমে বই প্রেমীদের নতুন নতুন বই সংগ্রহ করার সুযোগ সৃস্টি হয়েছে। বেশি বেশি বই বিনিময় উৎসব করা হলে ইন্টারনেট আসক্তিদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃস্টি হতে পারে।রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং মেরিন সিটির আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায় তারা আমাদের তরুণ শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে এই বই বিনিময় উৎসব আয়োজন করেছেন।
বই বিনিময় উৎসবে ক্লাবের মেম্বাররা সহ যুক্ত ছিলেন অনেক ভলেন্টিয়ার।